সংবাদ শিরোনাম
যেখানে খেতে গেলে মিলবে ছাড়

Goodsvery
- আপডেট সময় : ০৮:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
১ / ৫

ঢাকার হলিডে ইন হোটেলে চলছে ঢাকাইয়া ফুড ফেস্টিভ্যাল। যেখানে বুফে ডিনারে থাকছে ঢাকার বিখ্যাত সব খাবার। ঐতিহ্যবাহী নল্লি বিরিয়ানি, বড় বাপের পোলায় খায়, নবাবি কাবাব রোল, কাচ্চি বিরিয়ানি, ফালুদা, আগুন পান, লাচ্ছিসহ নানা পদ। তিন দিনের এই আয়োজন শেষ হবে আজ ৩০ সেপ্টেম্বর। এখানে বিভিন্ন ব্যাংকের কার্ডে মিলবে একটা কিনলে একটা ফ্রি সুবিধাছবি: সংগৃহীত
২ / ৫

র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বুফে ব্রেকফাস্টে চলছে বিশেষ অফার। জনপ্রতি ২ হাজার ৪০০ টাকায় নাশতা খেতে পারবেন অতিথিরা। বেশ কয়েকটি কার্ডে মিলবে ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধাছবি: সংগৃহীত
৩ / ৫

গুলশানের হোটেল আমারি ঢাকায় যেতে পারেন বুফে ডিনারে। এখানে বিশেষ কয়েকটি ব্যাংকের কার্ডে একটি কিনলে দুটি ফ্রি অফারে তিনজন খেতে পারবেন সাড়ে ছয় হাজার টাকায়। হোটেলের আমায়া রেস্তোরাঁয় এই সুবিধা মিলবে। হোটেলের কাসকেড ক্যাফেতে বেকারি পণ্যে মিলবে ৫০ ভাগ ছাড়ছবি: সংগৃহীত
৪ / ৫

পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে বুফে খাবারের আয়োজনে মিলবে হরেক রকম দেশি-বিদেশি পদ। জনপ্রতি ৭ হাজার ৭৫০ টাকায় খেতে পারবেন অতিথিরা। বেশ কয়েকটি ব্যাংকের কার্ডধারীরা এই বুফে আয়োজনে পাবেন একটি কিনলে একটি ফ্রি সুবিধাছবি: সংগৃহীত
৫ / ৫

পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আগামীকাল যেতে পারেন কফি খেতে। কারণ, আন্তর্জাতিক কফি দিবস উপলক্ষে আগামীকাল হোটেলের ক্যাফে সোশ্যালে কফি খেলে মিলবে ২০ শতাংশ ছাড়। এ ছাড়া হোটেলের এলিমেন্টস রেস্তোরাঁয় প্রতি শনিবার আয়োজন করা হয় অ্যারাবিয়ান বুফে নাইট। চাইলে আজকে সেখানেও খেতে যেতে পারেন। নির্দিষ্ট ব্যাংকের কার্ডে মিলবে একটা কিনলে একটা ফ্রি ছবি: সংগৃহীত
Source: যেখানে খেতে গেলে মিলবে ছাড়