ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কমলনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনসার বাহিনীর বস্ত্র সামগ্রী বিতরণ। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। প্রধানের সেচ্ছাচারিতার অভিযোগ এনে তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের কর্ম বিরতি। কমলনগরে বন্যার্তদের মাঝে জাতীয় পার্টির ত্রাণ বিতরণ। ইউসুফ আলী চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ।  কমলনগরের আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ। কমলনগরে আ’লীগ সভাপতিকে গলাটিপে হত্যার চেষ্টা সম্পাদকের লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। কমলনগরে ১৫ লাখ টাকা নিয়ে সহকারী প্রধান শিক্ষকসহ ৩ পদে নিয়োগের অভিযোগ। ইউপি সদস্যকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ।

নৌকা জেতানোর কমিটির সদস্য নিক্সন নিজেই স্বতন্ত্র প্রার্থী!

Goodsvery
  • আপডেট সময় : ০৭:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে

ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) আসনে নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে যে কমিটি করেছে কেন্দ্রীয় যুবলীগ, সেই কমিটির সদস্য নিক্সন চৌধুরী নিজেই।

দলীয় সূত্র জানায়, ৮ ডিসেম্বর যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে নৌকার প্রার্থীদের জয়ী করতে এ কমিটি গঠন করা হয়। তিনি কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন। কো-চেয়ারম্যান হিসেবে আছেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান। কমিটির সদস্য হিসেবে আছেন সংগঠনটির ১৮ জন সভাপতিমণ্ডলীর সদস্য; এর ৭ নম্বর সদস্য নিক্সন চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের জয়ী করতে ওই কমিটি গঠন করা হয়েছে বলে ৮ ডিসেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে চিঠিটি আজ মঙ্গলবার ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি জানাজানি হয়।

নিক্সন চৌধুরী ফরিদপুর-৪ আসনের টানা দুবারের সংসদ সদস্য। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৪ ও ২০১৮ সালে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তাকে পরাজিত করেন। এমন প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনে নিজ আসনে নিক্সন চৌধুরীর ভূমিকা কেমন হবে, তা নিয়ে ফরিদপুরে নানা আলোচনা চলছে।

নিক্সন চৌধুরীর আস্থাভাজন হিসেবে পরিচিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহদাৎ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, দলীয় ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। ওই ঘোষণার ওপর ভিত্তি করে নিক্সন চৌধুরী নির্বাচনে অংশ নিয়েছেন। পরপর দুবার তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন। নিক্সন চৌধুরী এবারো আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পাওয়ায় এলাকাবাসীর দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এলাকাবাসীর প্রতি তার একটা কমিটমেন্ট আছে। এ অবস্থায় পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
 

Source: নৌকা জেতানোর কমিটির সদস্য নিক্সন নিজেই স্বতন্ত্র প্রার্থী!

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নৌকা জেতানোর কমিটির সদস্য নিক্সন নিজেই স্বতন্ত্র প্রার্থী!

আপডেট সময় : ০৭:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) আসনে নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে যে কমিটি করেছে কেন্দ্রীয় যুবলীগ, সেই কমিটির সদস্য নিক্সন চৌধুরী নিজেই।

দলীয় সূত্র জানায়, ৮ ডিসেম্বর যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে নৌকার প্রার্থীদের জয়ী করতে এ কমিটি গঠন করা হয়। তিনি কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন। কো-চেয়ারম্যান হিসেবে আছেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান। কমিটির সদস্য হিসেবে আছেন সংগঠনটির ১৮ জন সভাপতিমণ্ডলীর সদস্য; এর ৭ নম্বর সদস্য নিক্সন চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের জয়ী করতে ওই কমিটি গঠন করা হয়েছে বলে ৮ ডিসেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে চিঠিটি আজ মঙ্গলবার ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি জানাজানি হয়।

নিক্সন চৌধুরী ফরিদপুর-৪ আসনের টানা দুবারের সংসদ সদস্য। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৪ ও ২০১৮ সালে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তাকে পরাজিত করেন। এমন প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনে নিজ আসনে নিক্সন চৌধুরীর ভূমিকা কেমন হবে, তা নিয়ে ফরিদপুরে নানা আলোচনা চলছে।

নিক্সন চৌধুরীর আস্থাভাজন হিসেবে পরিচিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহদাৎ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, দলীয় ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। ওই ঘোষণার ওপর ভিত্তি করে নিক্সন চৌধুরী নির্বাচনে অংশ নিয়েছেন। পরপর দুবার তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন। নিক্সন চৌধুরী এবারো আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পাওয়ায় এলাকাবাসীর দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এলাকাবাসীর প্রতি তার একটা কমিটমেন্ট আছে। এ অবস্থায় পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
 

Source: নৌকা জেতানোর কমিটির সদস্য নিক্সন নিজেই স্বতন্ত্র প্রার্থী!