কমলনগরের কৃতি সন্তান আরমান হোসেন লায়ন্স জেলা লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
 
																
								
							
                                - আপডেট সময় : ০৯:৩১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ১, বাংলাদেশ এর সেবা বর্ষ ২০২৫-২৬ এর ২৯ তম কনফারেন্সে “জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন , জেলা গভর্নর একেএম গোলাম ফারুক ,ডিস্ট্রিক্ট ফাস্ট লেড Rokshana Faruk প্রমুখ।
আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ যিনি সব সময় লিওদের নিয়ে ভাবেন অলরেডি যাকে লিওদের গভর্নর বলা হয় তিনি হলেন আমাদের প্রিয় ইমিডিয়েট পাষ্ট জেলা গভর্নর Ln Dewan Mohammod Salahuddinস্যারের প্রতি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি লায়ন Sabina Siddiqua ম্যামের প্রতি যিনি সব সময় আমাকে দোয়া ও মায়া মমতা দিয়েছেন।আরো কৃতজ্ঞতা প্রকাশ করি ফার্স্ট ভাইস জেলা গভর্নর ইলেক্ট এবং সেকেন্ড ভাইস জেলা গভর্নর ইলেক্ট স্যারসহ লায়ন্স ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ টিমের প্রতি।
আজকের এ আনন্দঘন মুহূর্তে কিছু মানুষের কথা না বললেই নয়, যারা শুরু থেকে আজ পর্যন্ত আমাকে সর্বাত্মক সাপোর্ট দিয়ে গেছে তার হলেন আমাদের সাবেক লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং সাবেক মাল্টিপল লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও টু লায়ন Ramzan khan ভাই, লিও টু লায়ন শ্রদ্ধাভাজন বড় ভাই Md Morsalin Khan ভাই লিও টু লায়ন Kanchan Kumar ভাই , আমার প্রিয় ও শ্রদ্ধেয় বড় ভাই লিও টু লায়ন Md. Kazi Zia Uddin ভাই ও সাবেক ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও টু লায়ন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ Maksudur Rahman ভাই যার হাত ধরে আমার লিওতে আসা,ভাইয়ের সুদুরপোসরী গাইড লাইনে কারনে হয়তো আজকে আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সাবেক ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট Kazi Raju ভাই, সাবেক ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট Jony Akand ভাই, সাবেক ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট Md. Hemel Talukder, সাবেক ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট Leo Badhon Ahmed ভাইসহ আরো অনেকে আমাকে সার্বিক ও মানসিকভাবে সাপোর্টে করেছে আমাকে সবসময় অনুপ্রেরণা যুগিয়েছেন। এছাড়াও সকল প্রাক্তন লিও জেলা প্রেসিডেন্টবৃন্দের প্রতি রইলো আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা ও নিরন্তর ভালোবাসা৷ আপনাদের দিক নির্দেশনা আমি এই বছর আমার সর্বোচ্চটা দিয়ে একটি সুন্দর সেবা বর্ষ পালন করতে চেষ্টা করবো।
এছাড়াও প্রত্যেকটি লিও ক্লাবের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার সহ ক্লাবের সকল এক্সিকিউটিভ টিমের প্রতি জানাই অনেক অনেক কৃতজ্ঞতা এছাড়াও লিও জেলায় আমার সকল সহকর্মী লিও ভাই বোনদের প্রতি রইলো আমার অসীম ভালোবাসা। আপনাদের সবার সাথে একটি সুন্দর দীর্ঘ পথচলার পরেই আজকে আমার লালিত স্বপ্নের পূর্ণতা পেয়েছে। আমরা সবাই মিলে একটি সফল সেবা বর্ষের মাইলফলক তৈরি করতে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করে যাবো। একসাথে চলবো, এক সাথে থাকলে অনেক মতের অমিল থাকতেই পারে,কিন্তু দিন শেষে আমরা সবাই একই পরিবার, আমাদের সবার লক্ষ্য একই রকম।আমরা সেবার জন্যই এসেছি। কাজেই অতীতের সব ভুল ভ্রান্তি ভুলে সবাইকে নিয়ে আমরা মিলে মিশে সৌহাদ্যপূর্ণ ভাবে মানবিক লিও জেলা বিনির্মাণে নিজেদের সেরাটা দিয়ে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।
বিশেষভাবে আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের যে সকল লায়নSaidur Rahman Khan স্যার Lion Aktar Hossain স্যার Nipa Monalisa ম্যাম বকসি স্যার আকবর স্যার Lion Shahidi Ridwanভাই Bijoy Biswas ভাই সহ আরো অনেক লায়ন ও আমার প্রিয় লিও ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন, তাই সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নিরন্তর পথচলা জন্য শুভকামনা।
 
																			













