সংবাদ শিরোনাম
কমলনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ।
মো: ইব্রাহীম
- আপডেট সময় : ০৫:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান শুরু হয়।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনের সভাপতিত্বেঃ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন,কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী। সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায়ঃঅন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সাবেক মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আবু তাহের,সাবেক মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডার সফিক উদ্দিন,কমললনগর কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন,উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আক্তার সুমিও যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্ত প্রমুখ।