সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে ঋণ খেলাপির দায়ে ব্যবসায়ী গ্রেপ্তার
মো: ইব্রাহীম
- আপডেট সময় : ০৫:১৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধি: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লক্ষ্মীপুরের রায়পুর শাখায় ঋণ খেলাপি হওয়ায় এএফএম মতিউর রহমান নামে এক ব্যবয়াসীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৩ মে) র্যাব-১১ এর সদস্যরা কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মতিউর রহমান লক্ষ্মীপুরের ফাতেমা অফসেট প্রেস নামে একটি প্রিন্টিং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
ব্যাংক সূত্র জানায়, মতিউর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লক্ষ্মীপুরের রায়পুর শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ করেননি। ঋণ খেলাপি হওয়ায় ব্যাংক তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে। সম্প্রতি আদালতের রায়ে ৩৩ লাখ টাকা বেশি জরিমানা ও এক বছরের কারাদণ্ডে রায় হয় তার বিরুদ্ধে। এরপর তিনি পলাতক থাকেন। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে র্যাব।