টেকসই নদীবাঁধ ও ভিটেমাটি রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে-দ্বারে সাত্তার পালোয়ান।
- আপডেট সময় : ০৯:৩৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে
টেকসই নদীবাঁধ ও ভিটেমাটি রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে-দ্বারে সাত্তার পালোয়ান।
লক্ষ্মীপুর(প্রতিনিধি):নদীভাঙন ঠেকাতে একনেকে পাস হওয়া টেকসই বাঁধের কাজ শতভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে থাকতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে রকেট প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আবদুস সাত্তার পালোয়ান।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কমলনগরের চর লরেঞ্চ বাজারে প্রতিটি দোকানে ভোটারদের কাছে নিজের প্রতিশ্রুতি তুলে ধরে রকেট প্রতীক মার্কা ভোট চান ও লিফলেট বিতরণ করেন তিনি।সাত্তার পালোয়ান ভোটারদের কাছে ভোট চাওয়া শেষে সমর্থকদের নিয়ে লরেঞ্চ বাজারে পথসভা করেন। পথসভায় ঢল নামে ভোটারদের। এসময় নদীবাঁধের সাত্তার ভাই, রকেট মার্কা ভোট চাই শ্লোগানে মুহূর্তেই রব উঠে পুরো বাজার জুড়ে। টেকসই নদীবাঁধ ও ভিটেমাটি রক্ষায় সর্ব স্তরের মানুষ অংশ নেয় উক্ত পথসভায়।
পথসভা শেষে বক্তব্য রাখেন আবদুস সাত্তার পালোয়ান। তিনি বলেন, আপনি যে রাজনীতিই করেন না কেনো দল-ই করেন না কেনো, যেই মার্কার-ই হন না কেনো। নির্বাচনে আমার পক্ষে হন বিপক্ষে হন আমি আপনাকে শ্রদ্ধা করি কিন্তু মাতৃভূমি রক্ষার ক্ষেত্রে আপনি আপোসহীন হবেন, আপনার প্রতি আমি অধিকার রাখি।
তিনি আরও বলেন, আপনাদের মা-বাবার কবর, আমার মা-বাবার কবর রক্ষায় স্বার্থে আপনারা আমাকে রকেট প্রতীকে ভোট দিন। আমি রাজনীতিবিদ নই আমি নদীবাঁধ বাস্তবায়ন করে আপনাদের পাশে থাকবো। দীর্ঘদিন তেরো
বছর ধরে আপনাদের নিয়ে নদীবাঁধের জন্য আন্দোলন করেছি। আমি প্রতারক নই। নিজের মাতৃভূমি রক্ষার জন্য আমি কাজ করবো। আপনারা আমাকে ভোট দিন। আমি আগামী দেড় বছরের মধ্যে রকেট গতিতে নদীবাঁধের কাজ সম্পন্ন করবো ইনশা আল্লাহ।
উল্লেখ্য, আবদুস সাত্তার পালোয়ান আব্দুস সাত্তার পালোয়ান “কমলনগর রামগতি বাঁচাও মঞ্চ” নামের একটি সামাজিক সংগঠনের আহ্বায়ক ও সুপ্রীম কোর্টের আইনজীবি।