ধীরগতির শহর ময়মনসিংহ, গান-কবিতায় প্রতীকী প্রতিবাদ
- আপডেট সময় : ০৫:১৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
বিশ্বের ২০টি ধীরগতির শহরের তালিকায় নবম স্থানে উঠে এসেছে ময়মনসিংহ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গবেষণায় ১৫২টি দেশের ১ হাজার ২০০টির বেশি শহরে যান চলাচলের গতি বিশ্লেষণ করে এ চিত্র উঠে আসে। ‘ধীরগতির দুর্গতি’ শিরোনামে আজ শুক্রবার কথা, গান ও কবিতার মাধ্যমে এমন ‘স্বীকৃতির’ প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহের সংস্কৃতিজনেরা।
অবৈধ যান চলাচল ও নিয়মনীতির তোয়াক্কা না করায় ময়মনসিংহ শহরে দিনে দিনে যানজট অসহনীয় হয়ে উঠেছে। এমতাবস্থায় বিশ্বের ধীরগতির শহরের তালিকায় উঠে আসে ময়মনসিংহ। এর প্রতিবাদে নগরের ব্রহ্মপুত্র নদের পাড়ে শিল্পচার্য জয়নুল আবেদিন উদ্যানে ব্যতিক্রমী এ আয়োজন করেন সংস্কৃতিকর্মীরা।
আয়োজনের মূল উদ্যোক্তা তরুণ সাহিত্য সংগঠক ও ছোট কাগজের সম্পাদক শামীম আশরাফ। অনুষ্ঠানে তিনি বলেন, ‘ধীরগতির দুর্গতি’ শিরোনামে আয়োজনটি মূলত কারও বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। ধীরগতির কারণে নগরবাসীর অনুশোচনা থেকে তাঁরা এটির আয়োজন করেছেন। এ থেকে নিজেদের শুধরে নেওয়ার সুযোগ আছে বলে তিনি মনে করেন।
ময়মনসিংহের নাট্যব্যক্তিত্ব শাহাদাৎ হোসেন খান আনুষ্ঠানিকভাবে আয়োজন শুরু করেন। তিনি বলেন, ‘ধীরগতির দুর্গতি’ ময়মনসিংহের তরুণ কবি, লেখক ও গায়কদের একটি সৃজনশীল ও ব্যতিক্রম প্রতিবাদ। যানবাহন আর অট্টালিকার মাধ্যমে ময়মনসিংহের উন্নয়ন হচ্ছে ঠিকই। কিন্তু এই উন্নয়ন পরিকল্পিত নয়। যে কারণে ময়মনসিংহ আজ যানজটের নগরীতে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে ময়মনসিংহের তরুণ কবিরা স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কবিতা আবৃত্তি করেন সীমান্ত জসিম ও রোকন শাহরিয়ার। পরে ছোট একটি নাটক পরিবেশন করেন ময়মনসিংহের ‘রঙ্গভূমি থিয়েটার’। নাটকে দেখা যায়, যানজটের কারণে সড়কে আহত এক কিশোরীকে যথাসময়ে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এ কারণে ওই কিশোরীর মৃত্যু হয়।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন তরুণ গায়ক হিরক ও সাগর তালুকদার। মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় মঞ্চের সামনে সরু পথে হঠাৎ করেই এলোমেলোভাবে রিকশা চলতে শুরু করে। এতে দর্শকেরা কিছুটা বিব্রত হন। পরে মঞ্চ থেকে ঘোষণা করা হয়, এটিই ধীরগতির শহর ময়মনসিংহের দুর্গতি।
পুরো অনুষ্ঠানটি ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনের মানুষের পাশাপাশি ছুটির দিন বিকেলে শিল্পচার্য জয়নুল আবেদিন উদ্যানে বেড়াতে আসা সাধারণ মানুষ ও পথচারীরা উপভোগ করেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে ধীরগতির ২০টি শহরের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ঢাকা (প্রথম) ছাড়া বাংলাদেশের দুই শহর ময়মনসিংহ (৯ম) ও চট্টগ্রাম (১২তম) রয়েছে। তিন লাখের বেশি মানুষের বসবাস, এমন সব শহরে গাড়িতে বিভিন্ন গন্তব্যে যেতে কত সময় লেগেছে, সেসব তথ্য গুগল ম্যাপ থেকে সংগ্রহ করে গবেষণায় বিশ্লেষণ করা হয়েছে।