২৯টি ডিসিপ্লিনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে খুলনা বিশ্ববিদ্যালয়ে
- আপডেট সময় : ০৫:০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের অধীনে ২৯টি ডিসিপ্লিনে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের যোগ্যতা
- খুলনা বিশ্বদ্যালয় অথবা দেশি–বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ৩/৪/৫ বছরের স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে (যা ইউজিসি কর্তৃক সমমানের ডিগ্রি হিসেবে স্বীকৃত হতে হবে)।
- প্রার্থীকে কমপক্ষে ১৬ বছর শিক্ষাকাল শেষ করতে হবে অথবা ৩ বছরের স্নাতক ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রে ১৫ বছর শিক্ষাকাল ও ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
স্কুলভিত্তিক ন্যূনতম গ্রেড পয়েন্ট/যোগ্যতা
বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল: ডিসিপ্লিন-স্থাপত্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নগর ও গ্রামীণ পরিকল্পনা, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান। যোগ্যতা: সিজিপিএ/শ্রেণি (২.৫০/২য় শ্রেণি)।
জীববিজ্ঞান স্কুল: অ্যাগ্রোটেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, ফার্মেসি, সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট। যোগ্যতা: সিজিপিএ/শ্রেণি (২.৫০/২য় শ্রেণি)।
ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল: ব্যবসায় প্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা। যোগ্যতা: সিজিপিএ/শ্রেণি (২.৫০/২য় শ্রেণি)।
কলা ও মানবিক স্কুল: ইংরেজি, বাংলা, ইতিহাস ও সভ্যতা। যোগ্যতা: সিজিপিএ/শ্রেণি (২.২৫/২য় শ্রেণি)।
সামাজিক বিজ্ঞান স্কুল: অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা। যোগ্যতা: সিজিপিএ/শ্রেণি (২.৫০/২য় শ্রেণি)।
চারুকলা স্কুল: ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং, ভাস্কর্য। যোগ্যতা: সিজিপিএ/শ্রেণি (২.২৫/২য় শ্রেণি)।
আইন স্কুল: আইন। যোগ্যতা: সিজিপিএ/শ্রেণি (২.৫০/২য় শ্রেণি)।
শিক্ষা স্কুল: শিক্ষা। যোগ্যতা: সিজিপিএ/শ্রেণি (২.২৫/২য় শ্রেণি)।
আবেদনের শেষ তারিখ: ১৩ ডিসেম্বর ২০২৩
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: ku.ac.bd