নির্বাচক কমিটি নিয়ে কী পরিকল্পনা বিসিবির?
- আপডেট সময় : ০৮:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ব্যর্থতায় আঙুল ওঠে নির্বাচকদের দিকে। তবে যতই সমালোচনা হোক,আপাতত বর্তমান নির্বাচক কমিটি ভেঙে দেয়ার কোনো পরিকল্পনা নেই বিসিবির। বিশ্বকাপে ভরাডুবির পর বিসিবির গৃহীত পদক্ষেপ নিয়ে জেনিয়া চিসিমের করা বিশেষ প্রতিবেদনের চতুর্থ ও শেষ পর্বে থাকছে নির্বাচক প্যানেল নিয়ে বিস্তারিত।
বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালকে বাদ দেয়ার পর থেকেই সমালোচনা চলছে নির্বাচকদের নিয়ে। বিশ্বকাপের ব্যর্থতায় সেটি বেড়েছে বহুগুনে। বর্তমান নির্বাচক কমিটি ভেঙে দেয়ার দাবি তুলেছেন সাধারণ ক্রিকেট অনুরাগীদের বড় অংশ। তাদের মতে নির্বাচকরা পুরোপুরি ব্যর্থ। এক যুগ ধরে বিসিবির নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার।
লম্বা এই সময় ধরে দায়িত্বে থাকা নির্বাচক কমিটিতে পরিবর্তন চান অনেক বোর্ড পরিচালকই। জানা গেছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে সরিয়ে দেয়ার পক্ষে একাংশ। তবে তার জায়গায় যোগ্যতর একজন ব্যক্তিকেই খুঁজে দিতে পারেন না তারা। গুঞ্জন উঠেছে, মিনহাজুল আবেদীনকে সরিয়ে, নাজমূল আবেদীন ফাহিমকে প্রধান নির্বাচক করতে চায় বিসিবি।
গণমাধ্যমের খবর, ব্যাপারটি নিয়ে নাকি আলোচনাও হয়েছে বোর্ডে। তবে খবরটি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান। আপাতত নির্বাচক কমিটি ভেঙে দেয়ার কোনো পরিকল্পনা নেই বোর্ডের। মেয়াদ শেষে নেয়া হবে সিদ্ধান্ত। নির্বাচক কমিটিতে পরিবর্তন আসছে নাকি বহাল তবিয়তে থাকছেন বর্তমান নির্বাচকরা, সেই প্রশ্নের জোট খুলবে জানুয়ারির বোর্ড মিটিংয়ের পরেই। তবে বর্তমান কমিটির কাজ নিয়ে কোনো অসন্তুষ্টি নেই বিসিবির।